হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্তানের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অসহায় পরিবারকে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী নিহত ছেলের পিতা ও নিহত মহিলার স্বাম্বী হান্নান মিয়ার হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, অফিস সহকারী মোঃ আবু তাহের।
উল্লেখ্য, গত ১২ জুলাই হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় মায়ের লাশ দাফন করতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে মারা যান মাসুম (১৫)। মা ও ছেলের একই দিনে এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকার লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মর্মান্তিক বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ওই পরিবারের খোজ খবর নিয়ে অসহায় পরিবারটিকে আর্থিক সহযোগিতার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতাকে নির্দেশ দেন।
Posted ৮:২৯ অপরাহ্ণ | শনিবার, ১৭ জুলাই ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad