মখলিছ মিয়া॥ বানিয়াচঙ্গে ষাটোর্ধ্ব বয়সের জাকিরা খাতুন (৬৫) নামে এক মহিলা দূর্বৃত্তদের হাতে খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে বানিয়াচং সদরের চৌধুরীপাড়া গ্রামে। তিনি উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন এর অন্তর্গত চৌধুরী পাড়া গ্রামের মরহুম আব্দুল হান্নান ঠাকুর এর স্ত্রী। স্বামী মারা যাওয়ার পর কনিষ্ট সন্তান জুবেল ঠাকুর (২৭)কে নিয়ে জাকিয়া খাতুন চৌধুরী পাড়ার বাড়িতে বসবাস করছেন।
স্থানীয় সূত্রে জানা যায় মরহুম হান্নান ঠাকুরের ছেলে জুবেল ঠাকুর তার মা জাকিরা খাতুনকে ঘরে রেখে সন্ধ্যার দিকে স্থানীয় গ্যানিংগঞ্জ বাজারে যান বাজার সদাই করতে। জুবেল ঠাকুর বাজার থেকে ফিরে এসে তার মাকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের ভিতরে গিয়ে দেখতে পান তার মায়ের নিথরদেহ মেঝেতে পড়ে আছে। দৌড়ে মায়ের কাছে গিয়ে দেখতে পান হাতুড়ী দিয়ে আঘাত করে তার মাকে কে বা কারা খুন করেছে। মৃত্যু নিশ্চিত করে মাথায় হাতুড়ী ঘেতে চলে যান হত্যাকারীরা। মায়ের এ অবস্থা দেখে জুবেল ঠাকুর এর শোর চিৎকারে আশপাশের মানুষজন বাড়ীতে এসে জড়ো হয়।
পরবর্তী বানিয়াচং থানায় খবর দেয়া হলে তাৎক্ষনিক বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টীম ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ হত্যাকান্ডের ঘটনায় সব কিছু মাথায় রেখে পুলিশ তদন্তকাজ চালাচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্যানিংগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান ঠাকুর প্রায় ২ বছর আগে মারা যান। স্বামী মারা যাওয়ার পর কনিষ্ট সন্তান জুবেল ঠাকুর (২৭)কে নিয়ে জাকিয়া খাতুন চৌধুরী পাড়ার বাড়িতে বসবাস করছেন। জ্যেষ্ট ছেলে মোর্শেদ ঠাকুর স্ব-পরিবারে লন্ডনে এবং মেঝ ছেলে জে আজম ঠাকুর রিংকু ব্যাংকে চাকুরী করার সুবাদে ঢাকায় কর্মরত আছেন।