মখলিছ মিয়া,বানিয়াচং: হবিগঞ্জের বানিয়াচংয়ে চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা আব্দুর রউফ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে হত্যা মামলার প্রধান আসামী নিহতের ২ চাচাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯ টায় অতিরিক্ত পুলিশ সুপার বনিয়াচং সার্কেল শেখ মোঃ সেলিম এর দিক নির্দেশনায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাসের নেতৃত্বে এস আই আব্দুছ ছাত্তার ও সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় আনন্দ বাজার থেকে তাদের গ্রেফতার করেন ।
আটকৃতরা হলো উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগহাতা গ্রামের মৃত হাজী নুরু মিয়ার পুত্র তৈয়ব আলী (৩৮) ও তার ছোট ভাই রাফিকুল ইসলাম রবি (৩৫)। মামলা সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গত ১১ জুলাই রাতে চাচা তৈয়ব আলীর বাড়িতে ঘুমাতে যায় বাগাহাতা (গাজীপুর) গ্রামের আব্দুর রহমান মিয়ার পুত্র ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি ও শচীন্দ্র ডিগ্রি কলেজের অনার্ষ ৩য় বর্ষের শিক্ষার্থী আব্দুর রউফ (২৬)।
পরদিন সকাল ১০ টায় পাশর্^বর্তী হাওরের একটি জলমগ্ন জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। রউফের মৃত্যু নিয়ে উপজেলার পুরো আওয়ামী পরিবার ও সর্বমহলে তোলপাড় সৃষ্টি হয় এবং উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় রউফ হত্যাকারীদের দ্রæত গ্রেফতারের দাবী উঠে আসে।
এ ঘটনায় বুধবার (১৫ জুলাই) রাতে নিহতের মা জরিনা বিবি বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, মামলা করার পর পরই প্রধান আসামীদের গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টার পাশাপাশি হত্যাকান্ডের তদন্ত অব্যাহত আছে।
Posted ১২:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জুলাই ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad