মঙ্গলবার ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বানিয়াচংয়ের পঞ্চায়েত প্রধানের সাথে হবিগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্টিত

বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০২১     154 ভিউ
বানিয়াচংয়ের পঞ্চায়েত প্রধানের সাথে হবিগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্টিত

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে : হবিগঞ্জের বানিয়াচংয়ের ছান্দ সর্দার ও মহল্লার পঞ্চায়েত প্রধানের সাথে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় বানিয়াচং থানা প্রাঙ্গনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ এর পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম। এসআই আব্দুর রহমান এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম।

সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সর্দার ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, মোঃ হাবিবুর রহমান, এরশাদ আলী, বীরমুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, সান সর্দার এনামূল হোসেন খান বাহার,আব্দুর রহিম, জয়নাল আবেদীন, আরজু মিয়া, আবু জাফর,আংগুর মিয়া,আনোয়ার হোসেন,এসএম হাফিজুর রহমান আলাউদ্দিন।

মতবিনিময় সভায় উপস্থিত ছান্দ সরদার মহল্লার সরদারও জনপ্রতিনিধিদের প্রতি আইনশৃঙ্খলা, মাদক,ইভটিজিং,গ্রাম্যদাঙ্গা,বাল্যবিয়ে বন্ধ করাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে সহযোগীতার জন্য আহবান জানান হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা । এছাড়াও বিভিন্ন অপরাধী ও অপরাধের আগাম তথ্য দিয়ে সহযোগীতার জন্য আহবান জানানো হয়।

এছাড়া সরদারগন একজন আদর্শ লোক হিসেবে যেন সমাজে সর্বত্র ভূমিকা রাখতে পারেন সেজন্য নিজেদের চেষ্টা করার জন্যও আহবান জানানো হয়। সভায় বানিয়াচং সদর ৪টি ইউনিয়নের শতাধিক মহল্লার সর্দার প্রধানগন উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সরদারগন আইনশৃঙ্খলা রক্ষা,মাদক নির্মূল, গ্রাম্যদাঙ্গা, ইভটিজিং,বাল্যবিয়ে বন্ধসহ সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতার মাধ্যমে কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০২১

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com