বুধবার ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বাংলাদেশ মানবাধিকার কমিশন  শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কম্বল বিতরণ 

শনিবার, ২৫ জানুয়ারি ২০২০     582 ভিউ
বাংলাদেশ মানবাধিকার কমিশন  শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কম্বল বিতরণ 

মোঃ আব্দুর রকিব,  হবিগঞ্জ থেকে : বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে অর্ধশতাধিক অসহায় ব্যক্তির প্রত্যেককে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল দেয়া হয়।

বিতরণীপূর্ব বিএইচআরসি শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাধারণ  সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান। স্বাগত বক্তব্য রাখেন, বিএইচআরসি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন চৌধুরী। আরও বক্তব্য রাখেন সমাজসেবক সামিউর রহমান রুমেল, বিএইচআরসি উপজেলা শাখার সহ-সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, যুগ্ম-সম্পাদক পারভেজ আহমেদ, আর এইচ শাহিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ ফরহাদ, দপ্তর সম্পাদক জুনায়েদ তালুকদার, অর্থ-সম্পাদক ইকবাল মাহমুদ, প্রচার সম্পাদক মোঃ ফখরুল আলম, সাংবাদিক মীর আব্দুল কাইয়ূমসহ প্রমুখ।

প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন- অসহায় মানুষের পাশে থাকতে হবে। এটা সামর্থ্যবানদের দায়িত্ব। আজকের এ আয়োজন চমৎকার আগামী দিনে এ ধরণের আয়োজনে আমাকে আপনাদের পাশে পাবেন। তিনি বলেন- বিএইচআরসি শায়েস্তাগঞ্জ উপজেলা শাখা তৃণমূল মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এভাবে কাজ করে গেলে মানুষের ভালবাসা অর্জন করা সম্ভব।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৮ অপরাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২০

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com