সুনামগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ সুনামগঞ্জে নৌকাযোগে বন্যার্ত মানুষের ঘরে ঘরে গিয়ে শুকনো খাবার পৌছে দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (৬জুলাই) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজের যৌথ উদ্যোগ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াগাও(কাইক্কারপাড়) ও সুলতানপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে গিয়ে এ শুকনো খাবারের প্যাকেট তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ খেলাফত মজলিসের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মাওলানা ছমির উদ্দিন সালেহ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, প্রচার সম্পাদক শফিকুল হক, সদস্য ছায়াদ হোসেন সবুজ, খেলাফত মজলিসের অর্থ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক মাওলানা এনামুল হকসহ প্রমুখ।