কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ বাস্তবায়ন কমিটির সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ এফআইবিডিভি হল রুমে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে, ২০২০-২০২১ অর্থ বছরে সংশোধিত কাবিটা নীতিমালা-২০১৭ এর আওতায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার হাওর সমুহের বাঁধের মেরামত প্রকল্পের ডিজাইন ও স্পেসিফিকেশন মোতাবেক প্রকল্পের কাজ যথাযথ ভাবে বাস্তবায়নের নিমিত্তে পিআইসির সভাপতি ও সদস্য সচিবদের সমন্বয়ে দিনব্যাপী কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন’র পরিচালনায় কর্মশালা বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী আক্তারুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উপ সহকারী প্রকৌশলী মাহবুব আলম, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের মনিটরিং কমিটির সদস্য সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান, গোলাম মোঃ সাজ্জাদ, জ্যোতিভূষন তালুকদার ঝন্টু, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক সোহেল তালুকদার, পিআইসি কমিটির সভাপতি ইউপি সদস্য সাইদুর রহমান, আবুল হাসানাত, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি হাজী তহুর আলী সহ প্রমুখ।
Posted ১১:৪৭ অপরাহ্ণ | শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad