আলম সাব্বির, তাহিরপুর (সুনামগঞ্জ): তাহিরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্টি পরিবারের শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা তহবিলের ৩০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ট্যাকেরঘাটে এ সকল সহায়তা আনুষ্টানিক বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।
সহয়তার মধ্যে ছিল ১০টি ঘর,৩০টি বাই সাইকেল,মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ের ১৪৩ জন শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ। বিতরণকৃত টাকার মধ্যে স্কুল পর্যায়ে ২৫শ টাকা, কলেজ পর্যায়ে ৩ হাজার টাকা ও ডিগ্রি পর্যায়ে ৪ হাজার টাকা বিতরণ করা হয় এছাড়াও ৩০০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, সীমান্তের নৃগোষ্টির ৯টি গ্রামে ৯টি ফুটবল ও সেট খেলার জার্সি বিতরণ করা হয়। অতিদরিদ্র ৯টি পরিবারকে ৯টি ঘর দেয় হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ক্ষুদ্র নৃ গোষ্টির নেতা পলক আজিম, পরিতোষ চাম্বুগাং ও আন্দ্রীয় সলমার প্রমূখ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা তহবিলের ৩০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
Posted ৮:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad