শ্রীমঙ্গল প্রতিনিধি : প্রণবেশ চৌধুরী অন্তু ও অনিতা দেব শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। তারা উভয়েই শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
প্রনবেশ চৌধুরী অন্তু দীর্ঘ ২০ ধরে শিক্ষকতা করছেন। ব্যাক্তিগত জীবনে তিনি একজন সহজ সরল ও অমায়িক মানুষ।সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের একজন নিবেদিতপ্রাণ ব্যাক্তি হিসেবে উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে তিনি নিজেকে জড়িয়ে রেখেছেন দীর্ঘদিন ধরে।
উপজেলার কামারগাঁও, টিকরিয়া, শংকরসেনা ও পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পরবর্তীতে ২০১৭ সালে তিনি চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে পাঠদান করে আসছেন। সততা, দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে একজন দক্ষ শিক্ষক হিসেবে তিনি সকলের কাছে প্রিয়ভাজন।
অনিতা দেব, পরিশ্রমী ও দক্ষ শিক্ষক হিসেবে ছাত্র/ছাত্রীদের কাছে একজন প্রিয় মানুষ। ছোট বেলা থেকেই পড়ালেখার পাশাপাশি নৃত্য শিল্পে দক্ষতা অর্জন করেছেন। তিনি দেশ ও দেশের বাহিরে বিভিন্ন জায়গায় একজন নৃত্য শিল্পী হিসেবে বিশেষ ভাবে পরিচিতি।
শিক্ষকতার পাশাপাশি অনিতা দেব একটি নৃত্য প্রশিক্ষন একাডেমি পরিচালনা করেন। যেখানে তিনি একজন নৃত্য প্রশিক্ষক হিসেবে কাজ করেন।বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন চ্যানেলে তিনি নৃত্য পরিবেশন করে আসছেন।
সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তার সরব উপস্থিতি লক্ষ্যনীয়। তিনি আবৃত্তি, উপস্থাপনা ও সংবাদ পাঠিকা হিসেবেও সমান পারদর্শী। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি প্রশংসা কুড়িয়েছেন।
Posted ১০:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad