দেশের অন্যতম পর্যটন শহর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাস প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।
ঈদকে কেন্দ্র করে লোক সমাগম ঠেকাতে ও স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রশাসন ঈদের ২য় দিন ১৫ মে শনিবার বিকেলে শ্রীমঙ্গল শহর ও বিভিন্ন পর্যটন স্পটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। শ্রীমঙ্গল থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নেছার উদ্দিন।
এসময় সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে বিভিন্ন স্পটে অবাধে ঘুরাফেরা করায় এবং অবৈধভাবে চায়ের দোকান ও রেষ্টুরেন্ট খোলা রেখে লোক সমাগম করায় ভ্রাম্যমান আদালত মোট ১৩ মামলায় ১০ হাজার ৮ শত টাকা জরিমানা আদায় করে।
এব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি প্রতিপালনে উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এছাড়াও উপজেলা সুরক্ষা এলার্ট টিম এর সদস্যরা স্বাস্থ্যবিধি পালন করে চলাচল করতে জনগণের মাঝে সচেতনতা বাড়াতে প্রচারণা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি প্রতিপালনে যাতে ব্যত্যয় না ঘটে, এজন্য উপজেলা প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে।