নবীগঞ্জ প্রতিনধি : নবীগঞ্জে পর্নোগ্রাফি আইনের এক মামলার পলাতক আসামী মোঃ নাজমুল আলম (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে পৌরসভার জয়নগর এলাকা থেকে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ। ধৃত নাজমুল নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি শাহানুর আলম ছানুর সহোদর।
জানা যায়, সিলেট কোতায়তলী থানায় ফরিদা আক্তার নামের এক মহিলা কর্তৃক দায়েরকৃত পর্নোগ্রাফি আইনের জিআর ৬২০/১৯ নং মামলার ওয়ারেন্টভু্ক্ত আসামী নাজমুল আলম দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। গত মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এএসআই আক্তার হোসেনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে জয়নগর থেকে গ্রেফতার করে। পরে তাকে বুধবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ।
Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad