গ্রেপ্তারকৃতরা উপজেলার মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের জলুশুয়া গ্রামের রফিক খার ছেলে কালা মিয়া (২৮) ও রামদিঘা গ্রামের রঞ্জিতের ছেলে দয়াল (৩৫)।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম নেওয়াজ জানান, কালা ও দয়াল বেশ কিছু দিন ধরে নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় গোপনে মদ-গাঁজাসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে আসছিল। এতে পুলিশ তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল।
রবিবার রাতে চামরদানী কায়টাকান্দা খেয়াঘাঠ সংলগ্ন স্থানে গোপনে মদ বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৯ বোতল ভারতীম মদসহ কালা ও দয়ালকে গ্রেপ্তার করে।
ওসি আরো জানান, কালা ও দয়ালের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর আজ সোমবার সকালে তাকে আদালতের নির্দেশে জেল-হাজতে পাঠানো হয়েছে।
Posted ৭:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad