দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারায় অবৈধ ভাবে সুরমা নদী থেকে মাটি উত্তোলনের দায়ে মোবাইল কোর্টে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ধনপুর গ্রামে (আমবাড়ি বাজার সংলগ্ন) সুরমানদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একজনকে আটক করা হয়। আটক কৃত ব্যাক্তি হলো জেলার জামালগঞ্জ উপজেলার কান্দাগাঁও গ্রামের সুরত মিয়ার পুত্র মোঃ ইমরান হোসেন। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সদর ইউনিয়ন তহসিলদার নিকিল পুরকায়স্থ, দোয়ারাবাজার থানার এস আই আরিফ রব্বানী, নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী অমিত দাস,ভুমি অফিসের অফিস সহকারী দুলাল মিয়া প্রমুখ।