দোয়ারাবাজার প্রতিনিধি : দু’সপ্তাহের ব্যবধানে পরপর দুটি বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে দোয়ারাবাজারের জন জীবন। পানিবন্দি হয়ে পড়ছে প্রায় আড়াইশ গ্রামের ৩ লক্ষাধিক মানুষ। এখন বিশুদ্ধ পানি আর শুকনো খাবারের অভাবে মারাত্নক দুর্ভোগে রয়েছে মধ্যবিত্ত ও অসহায় পরিবারের মানুষজন।
সোমবার দুপুরে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মন্তাজনগর এলাকায় নৌকাযোগে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ ও বিকালে দোহালীয়া ইউনিয়ন পরিষদে ও গোয়ারাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে আশ্রিত বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও নদগ অর্থ বিতরণ করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
এসময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল, দোয়ারাবাজার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, দোহালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনোয়ারা মিয়া আনু, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, দোয়ারাবাজার থানার ওসি মো.আবুল হাসেম,ছাতক থানার পলিশ পরিদর্শক নাজিম উদ্দিন , ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, আওয়ামী লীগ নেতা মোশাহিদ আলী, মোো.নুর মিয়া, বসির উদ্দিন , অবসরপ্রাপ্ত সেনা সার্জন মো.রফিক উদ্দিন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম রশিদ আহমদ, যুবলীগ নেতা ফারুক মিয়া, কবির মিয়া প্রমুখ।
Posted ৮:২০ অপরাহ্ণ | সোমবার, ১৩ জুলাই ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad