আশিক মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলায় উৎসব মুখর পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদের প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ও মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রধান শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দিবসের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা ডা.আব্দুর রহিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা , আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার সফর আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, আব্দুল হালিম বীরপ্রতীক, দোহালীয়া ইউনিয়নের মুক্তিযুদ্ধা ফখর উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো.দেলোয়ার হোসেন, শিক্ষা কর্মকর্তা পঞ্চান্নন কুমার সানা, দোয়ারাবাজার থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম, এসআই রাকিবুল ইসলাম, সেচ্চাসেবকলীগ নেতা ছালিক মিয়া, মোশাররফ হোসেন, যুবলীগের যুগ্ন আহবায়ক আবুল মিয়া, মিলন কান্তি দে, কৃষকলীগের আহবায়ক শহীদুল ইসলাম, যুগ্ম আহবায়ক বাবুল মিয়া প্রমুখ।
পরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে কেক কাটেন। এদিন থেকেই শুরু হচ্ছে বহুল আলোচিত ও অপেক্ষাক্ষিত মুজিববর্ষ। আজ থেকে শুরু হয়ে আগামী ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ বর্ষ উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হলেও করোনা ভাইরাসের বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে মুজিব বর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে দোয়ারাবাজার সরকারি মডেল হাই স্কুলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকে ১০০ টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা।
Posted ১০:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad