দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজার উপজেলা করোনা উপসর্গ নিয়া প্রথন একজন শিক্ষকের মৃত্যু হয়েছে।তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের গিলাতলি সরকারী প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো আরশ আলী(৫৬)।
সহকারী শিক্ষক গিলাতলি গ্রামের মো আরশ আলী তিনি অবসর সময়ে এলাকার মানুষজনের চিকিৎসা সেবায় নিয়োজিত থাকতেন। গত ২৬ জুন করোনা ফজেটিভ আসলে ২৭ জুন সিলেট শহীদ সামছুদ্দিন আহমদ মেডিক্যাল ভর্তি হন। ৩০জুন দিবাগত রাত ১.২০ মিনিটে মৃত্যুর খুলে ঢলে পড়েন।
এ নিয়া দোয়ারাবাজারে এই প্রথম করোনা রোগে একজনের মৃত্যু হয়েছে। উপজেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৯২ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৩৬ জন, সুস্থ হয়েছেন ৫৪ জন, মৃত্যু হয়েছে একজন।
শিক্ষক আরশ আলীর মৃত্যুতে শোক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ছাতক দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযুদ্ধা ডা.আব্দুর রহিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক,লক্ষিপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল হক, পান্ডারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান যুবলীগের আহবায়ক জসিম আহমেদ চৌধুরী রানা, বোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, সেচ্চাসেবকলীগ নেতা মো.ছালিক মিয়া,মোশারফ হোসেন প্রমুখ।