দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজার উপজেলায় নির বিচ্ছিন্ন বিদ্যুৎ ও সাব স্টেশন স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বোধবার দুপুর ১২ ঘটিকার সময় আখড়া মার্কেটের সামনে দোয়ারাবাজার উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দোয়ারাবাজার বাসী ছাতক বিদ্যুৎ অফিসের কাছে জিম্মি হয়ে আছি। বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীর একগুয়েমির আচরণে আমরা দোয়ারাবাসী বিদ্যুতের ঘণ ঘণ লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে আছি আমরা এর থেকে পরিত্রাণ চাই। বক্তারা আরও বলেন, ছাতক বিদ্যুৎ অফিসের কর্মরত যারা রাতের ডিউটিতে থাকেন তারা প্রত্যেক রাতে দোয়ারাবাজারের সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখাহয়। দিনের ৮ থেকে ১০ ঘন্টা দোয়ারায় বিদ্যুৎ থাকেনা আমরা নির বিচ্ছিন্ন বিদ্যুতের দাবী জানাচ্ছি। আমাদের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক সাহেব বিদ্যুৎ অফিসের সাব স্টেশনের জায়গা নির্ধারন করে গিয়েছিলেন। উনার পরিবর্তনের সাথে সাথে ছাতক বিদ্যুৎ অফিসের কর্মকর্তার যোগসাজসে দোয়ারাবাজার থেকে স্থান পরিবর্তন করা হয়েছে। আমরা দ্রুত সময়ের ভেতরে দোয়ারায় বিদ্যুতের সাব স্টেশন স্থাপনের দাবী জানাচ্ছি।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডা.গোপীকা রঞ্জন চক্রবর্তী বাচ্চু, উপজেলা আওয়ামীলীগ নেতা গুরুদাস দে, অবসর সেনা সদস্য সফিকুল ইসলাম, ফারুক আহমদ, প্রেসক্লাবের সভাপতি এম এ করিম লিলু, সেচ্চাসেবকলীগ নেতা ছালিক মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, অর্থ সম্পাদক এম এ মুতালেব ভূইয়া, প্রচার সম্পাদক হারুন অর রশিদ, রিংকু কুমার দেব, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক বাবুল মিয়া, ফয়জুল করিম, সুমন রায়, সামীমুল ইসলাম শামীম, ফিরুজ মিয়া, সাবেক মিয়া, মুক্তার আলী, মিনাই, বিকাশ দাস, পরেশ দাস, সেলিম আহমদ বাচ্চু