আশিক মিয়া, দোয়ারাবাজার : সুনামগঞ্জের দোয়ারাবাজারে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীতে উপস্থিত ছিলেন ছাতক-দোয়ারাবাজার সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। রবিবার (১৬ আগষ্ট) ১১ টায় আব্দুল হক সহায়তা ফান্ডের সাবেক সুরমা পাড়ের ছাত্রদের মেসেঞ্জার গ্রুপের সম্বন্নয়ক মো. আবুল হাসনাত সোলেমান ও রেজাুল হক তালুকদারের পক্ষ থেকে নৈনগাঁও গ্রামের ভিক্ষুক আব্দুল হকের হাতে একটা সিএনজির চাবি তুলে দেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। গাড়ির চাবি হস্তান্তর কালে তিনি বলেন পরবর্তীতে আব্দুল হককে সরকারি ভাবে একটি বসত ঘর নির্মাণ করে দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা.মো.আব্দুর রহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, মেসেঞ্জার গ্রুপের উদ্যোক্তা আবুল হাসনাত সোলায়মান, রেজাউল হক তালুকদার রাজু, শফিকুল ইসলাম বাবুল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার অঃ প্রাপ্ত রফিক উদ্দিন,ডা.আবুল কালাম,সেচ্চাসেবকলীগ নেতা ছালিক মিয়া,কামাল হোসেন,আব্দু ছাত্তার আবু সাইদ,মাসুদ আলম,ছাত্রলীগের আহবায়ক রতন লাল দাস, রুয়েল আহমদ তালুকদার।
পরে দুপুর ১২ টায় দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহর পরিচালনায় দোয়ারাবাজার অনলাইন স্কুলের শুভ উদ্বোধন, উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগ)এর উদ্যোগে শিশু খাদ্য ও গো- খাদ্য বিতরণ, দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাতলজি বিভাগ ও জিনিসপার (টিভি রোগের চিকিৎসা) মেশিন উদ্বোধ, বিকেলে মান্নারগাঁও ইউনিয়নের শ্যামলবাজারে ত্রান সামগ্রী বিতরণ করেন ছাতক দোয়ারাবাজার আসনের এমপি মুহিবুর রহমান মানিক। এসময় আরও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।