দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজার উপজেলায় মুজিবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন দশ পরিবারের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দশটি গৃহহীন পরিবারের জমি, ঘরের মালিকানা দলিল ও চাবি হস্তান্তর করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, আব্দুল হালিম বীরপ্রতীক , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফর আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পুরো উপজেলায় মোট ২৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবেন প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের মুজিবর্ষের উপহার।