আশিক মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজার উপজেলায় মাছের বকেয়া ২ শত টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের লাটির আঘাতে রহিম উদ্দিন নামের একজনের মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের পুর্ব মাছিমপুর গ্রামের মজর আলীর পুত্র রহিম উদ্দিন (২৮)।
স্থানীয় সত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে একই গ্রামের ইমানির পুত্র আলী হোসেন(৩০) কাছে মাছের বকেয়া ২ শত টাকা পাওনা ছিল রহিম উদ্দিন। শুক্রবার বিকালে মাছের বকেয়া টাকা ছাইতেগেলে আলী হোসেন ক্ষিপ্ত হয়ে রহিম উদ্দিনের মাথায় লাটি দিয়া সজোড়ে আঘাত করে।
রহিম উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার রহিম উদ্দিনকে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। ওসমানি মেডিক্যালে একদিন চিকিৎসা শেষে রোগীকে তার স্বজন বাড়িতে নিয়ে আসেন।
রবিরার সন্ধ্যার পর আবার চিকিৎসার জন্য সিলেটের উদ্যেশে রওয়ানা হলে পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নিহত রহিম উদ্দিনের স্বজন।
এব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মো. আবুল হাসেম জানান, রহিম উদ্দিন মারা যাবার খবর পাইছি এখন পর্যন্ত লাশ সিলেটে আছে। মামলার এজাহার আসলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।