আশিক মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজারে হত্যা মামলার পলাতক আসামী আটক করেছে দোয়ারা থানায় পুলিশ। সে পান্ডারগাঁও ইউনিয়নের হরিপদনগর গ্রামের মঈন উদ্দিনের পুত্র এমরান হোসেন পাপ্পু (১৬)।
এমরান হোসেন পাপ্পু দোহালিয়া ইউনিয়নের গুরেশপুর গ্রামের সেরুজ্জামান হত্যা মামলার পলাতক আসামী। দোয়ারা বাজার থানার মামলা নং ১২ / ১৮,০৯, ২০১৭। জি আর মামলা ১৪২/ ১৭।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে দোয়ারা থানায় এ এস আই সাইদুর, এ এস আই বজলুল করিম ও এ এস আই সুমন মিয়া নেতৃত্বে তাকে আটক করা হয়েছে।
দোয়ারা থানায় ওসি মো.আবুল হাসেম বলেন, সে হত্যা মামলার পলাতক আসামী। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। আগামীকাল সোমবার তাকে আদালতে সুপর্ধ করা হবে।