আশিক মিয়া, দোয়ারাবাজারঃ জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ (২৩- ২৯ এপ্রিল) উদযাপন উপলক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্য্যালয়, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর সহযোগিতায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে গর্ভবতী প্রসূতি মা, পি-সিএসবিএ, দুঃস্থ নারীদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি সোনিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ দেলোয়ার হোসেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পঃ পঃ কর্মকর্তা রিপন চন্দ দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা মো. কামরুল ইসলাম , কেয়ার বাংলাদেশ, কালেক্টিভ ইমপেক্ট ফর নিউট্রিশন ইনিসিয়েটিভ এর টেকনিক্যাল অফিসার মোঃ আবদুস শুকুর প্রমূখ।