পি সি দাশ পীযূষ, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশের নাম্বার ওয়ান অবহেলিত উপজেলা সুনামগঞ্জের শাল্লা। ওখানে যোগাযোগ ব্যবস্থা এতই নাজুক যে, মটর সাইকেলে একবার আসলে দ্বিতীয় বার কেউ আসবে বলে মনে হয়না। দেশে এত উন্নয়ন হলেও শিকৃত অবহেলিত এই শাল্লার যোগাযোগ অবস্থার বেহাল দৃশ্য দেখে সত্যি খুব কষ্ট পেলাম।
সরকারি সফরে শাল্লা উপজেলা ভূমি অফিস পরিদর্শনে এসে উক্ত কথাগুলো বলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ জামশেদ আহমেদ। তিনি আরো বলেন উঁচু নিচু ভাঙ্গা কাঁচা রাস্তায় শাল্লায় আসার সময় মনে হল কখন যে, কোন দুর্ঘটনায় জীবন চলে যায়। মটর সাইকেলের ঝাকুনিতে মাঝায় ব্যথা হয়ে গেছে। দেশে এমন যোগাযোগ বিছিন্ন উপজেলা রয়েছে, ভাবতে অবাক লাগে।
গতকাল রবিবার বেলা ১ টায় শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ে পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। পরিদর্শন শেষে উপজেলায় সরকার কর্তৃক বরাদ্দকৃত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের খুঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাশ, মজু মিয়া কলেজের অধ্যক্ষ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী প্রমুখ।