পি সি দাশ, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা করে সারা দেশের ন্যায় হাওর অঞ্চলের উন্নয়নে নানামুখী কর্মসূচী হাতে নিয়েছে সরকার। এসব কাজ দ্রুত বাস্তবায়ন হবে। বৃহস্পতিবার বেলা ১১ টায় সুনামগঞ্জের শাল্লায় সরকারি সফরে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন এর সভাপতিত্বে তার কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথাগুলো বলেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বক্তব্যে তিনি আরো বলেন আমরা সরকারের বিভিন্ন দপ্তরে যারা নিয়োজিত আছি সকলেই জনপ্রতিনিধিদের সাথে মিলে মিশে সরকারের উন্নয়নে আন্তরিক হয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন দেশ এখন দুর্বার গতিতে এগিয়ে চলেছে। আমরা শুধু সরকারের উন্নয়ন কর্মকান্ড সঠিক ভাবে বাস্তবায়ন করলেই সোনার বাংলা স্বপ্ন পুরণ হবে। এর পুর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ২ টি নারিকেল গাছ রোপন করেন। পরে অসহায় পরিবারে সরকারি ত্রান বিতরনসহ উপজেলা ভুমি অফিস পরিদর্শন ও আমার বাড়ি আমার খামার সমিতির আয়োজনে ঘুঙ্গিয়ার গাঁও গ্রামে উঠান বৈঠকে মিলিত হন। এর পর ছায়ার হাওরে উম্মুক্ত জলাশয়ে ১ লাখ টাকার মাছ অবমুক্ত করা সহ ঘুঙ্গিয়ার গাঁও ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন করেন।
এসময় সফর সঙ্গী হিসেবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ, শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী। আরো ছিলেন ভাইস চেয়ারম্যান দীপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস, শাল্লা থানার অফিসার ইনচার্জ সনজুর মোরশেদ, সাংবাদিকবৃন্দ, মৎস্য কর্মকর্তা মামুনুর রহমান, শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, ৪ ইউপি চেয়ারম্যানবৃন্দ, সমবায় কর্মকর্তা সহ বিভিন্ন অফিসের কর্মকতা কর্মচারীবৃন্দ প্রমুখ।