দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : দিরাইয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্র জমিয়তের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্থানীয় একটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রজমিয়ত সভাপতি মাওলানা ওবায়দুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল করীমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি, সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা শোয়াইব আহমদ, দিরাই উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা নাজিমুদ্দীন তালুকদার, জেলা জমিয়ত সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, দিরাই উপজেলা জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা মুহি উদ্দীন ক্বাসেমী, কেন্দ্রীয় যুব জমিয়ত সহ-সভাপতি মাওলানা আখতারুজ্জামান তালুকদার, ওমান মাস্কাট জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা আশিকুল ইসলাম, উপজেলা জমিয়ত সহ-সাধারণ সম্পাদক মাওলানা হেলাল আহমদ, উপজেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা আবিদুর রহমান, পৌর জমিয়ত সাধারণ সম্পাদক এম ইমদাদুল হক আরকান, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়ত সভাপতি হাফিজ ত্বাহা হুসাইন।
বক্তব্য রাখেন উপজেলা ছাত্র জমিয়ত সাবেক সভাপতি হাফিজ শাব্বির আহমদ সরদার, পৌর ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আহমদ, উবায়দুল্লাহ তাহমিদ প্রমুখ।
Posted ৬:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad