ছবি- সিলেটের জনপদ
মশার বংশ ধ্বংস করতে মঙ্গলবার সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় ডেঙ্গু এডিস মশক নিধনে অভিযান পরিচালনা করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক চৌধুরী, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র (১) রোটারিয়ান হাজী মোহাম্মদ তৌফিক বকস্ লিপন অভিযানে অংশগ্রহণ করেন।
প্যানেল মেয়র- ১ লিপন বকস্ বলেন, ২৬নং ওয়ার্ডে ডেঙ্গু ও এডিস মশক নিধনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিনি , ২৬নং ওয়ার্ডে ডেঙ্গু ও এডিস মশার লাভা পাওয়ার পর থেকে রাতদিন ২৬ নং ওয়ার্ডের বাসিন্দাদের ডেঙ্গু থেকে রক্ষায় নিরলশভাবে কাজ করে যাচ্ছেন তিনি। মঙ্গলবার সকাল থেকে ২০ জন পরিচ্ছন্ন কর্মী, ২০ জন মশক নিধন কর্মী ও ৪ জন ফগার মেশিন কর্মী সারাদিন ব্যাপী ২৬ নং ওয়ার্ডের প্রতিটি পাড়ায় অবস্থান নিয়ে এডিস মশা নিধনে ফগার মেশিন ব্যবহার ও পরিচ্ছন্নতার জন্য ঝাড়ু দিয়ে ময়লা আবর্জনা পরিস্কার করা হয়। এ ছাড়া ড্রেনে ব্লিচিং পাউডার ছিটানো হয়। ডেঙ্গু মশা প্রতিরোধ ও ওয়ার্ড পরিষ্কার রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
Posted ৪:৩৫ অপরাহ্ণ | বুধবার, ০৭ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad