করোনা ভাইরাসে অঘোষিত লকডাউন চলছে চারিদিকে। আর এই মুহুর্তে সবচেয়ে কষ্টে আছে হতদরিদ্র ও দিনমজুর মানুষ। মহামারীর এই অবস্থায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি (জয়কলস ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী) ফরিদুর রহমান ফরিদের ভাই যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল হাসিমের পক্ষে ২ শতটি হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার (০৪ এপ্রিল) সকালে ডুংরিয়াস্থ ফরিদুর রহমান ফরিদের নিজ বাড়িতে এই ত্রাণ বিতরণ করা হয়।
এসময় ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন,বিশিষ্ট মুরব্বী আব্দুস সোবহান,দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ,সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম,শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জিলানী মিয়া,ইউপি সদস্য সুজন দাশ, দক্ষিণ সুনামগঞ্জ২৪.কমের স্টাফ রিপোর্টার মোঃ বুরহান উদ্দিন প্রমুখ
Posted ৯:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad