সুনামগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯ টায় বার্ষিক বনভোজনের অংশ হিসেবে উপজেলার শান্তিগঞ্জ থেকে সুনামগঞ্জ জেলার প্রাকৃতিক সৌন্দর্যের অপরিসীম লীলাভূমি দর্শনীয় স্থান তাহিরপুর উপজেলার শিমুল বাগান,ভারতের মেঘালয় রাজ্যের পার্শবর্তী শহীদ সিরাজ লেক, উচু উচু পাহাড়ের সমারোহ টেকেরঘাট, বারিকাটিলা, বালু এবং কয়লার রাজ্য জাদুকাটা নদীতে দিনব্যাপী বনভোজন ও আনন্দঘন মূহুর্তে ব্যস্ত সময় অতিবাহিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
বার্ষিক বনভোজনে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সহ সভাপতি এম এ কাসেম, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এম ইলিয়াছ আলী,নির্বাহী সদস্য মোশাহিদ আহমদ, এম এ কাশেম চৌধুরী,সালেহ আহমদ হৃদয়, আলাল হোসেন, সামিউল কবির,মোঃ জামিউল ইসলাম তুরান, ছায়াদ হোসেন সবুজ, সংবাদকর্মী নোহান আরেফিন নেওয়াজ, এন এ নাহিদ।
Posted ১:১৫ অপরাহ্ণ | সোমবার, ১১ জানুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad