সুনামগঞ্জ প্রতিনিধিঃ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেদক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পাগলা বাজার আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় পাগলা বাজার আব্দুল হেকিম মার্কেটের ২য় তলায় ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ রবি উল্লাহ’র সভাপতিত্বে ও মাসুক আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ সিব্বির আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পাগলা বাজার আউটলেটের ইনচার্জ তাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলকমী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংক সিলেট জোন প্রধান শিকদার মোঃ শিহাবুদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আব্দুল হেকিম, জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখার এজেন্ট ব্যাংকিং ইনচার্জ আবুল কালাম আজাদ, শান্তিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ময়না মিয়া প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা তেরাব আলী, কাজী মোঃ নুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা নুরুল আলম, মাওলানা আব্দু শহীদ, পাগলা বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জামিউল ইসলাম তুরান, পাগলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সম্ভাব্য পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী শাহীন মিয়া, এডভোকেট আসাদুজ্জামান, মাছুম আহমদ, তফজ্জুল হোসেন কিবরিয়া, কালন মিয়া সহ এলাকার বিভিন্ন শ্রণী পেশার ব্যক্তিবর্গ প্রমূখ।