সুনামগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম এর আওতায় বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় উপজেলার ইফার শান্তিগঞ্জস্থ অফিসে মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম এর আওতায় কেন্দ্র শিক্ষার্থীদের বিপরীতে পিতা মাতার হাতে বই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মকমতাজ।
বই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধনের সময়ে উপস্থিত ছিলেন উপজেলা ফিল্ড সুপারভাইজার সোহেল মাহমুদ, এমসি মোঃ মিজানুর রহমান, জিসি আসাদুজ্জামান প্রমূখ।ফিল্ড সুপারভাইজার কেন্দ্র শিক্ষকদের লক্ষ্য করে বলেন বই শিক্ষার্থীদের জড় করে নয় পিতা মাতার হাতে সামাজিক দুরত্ব বজায় রেখে তুলে দিবেন, এবং প্রকল্প দপ্তরের নির্দেশনা ছাড়া পাঠ দান কার্যক্রম চালু করা যাবেনা।