সৈয়দ তজমিল আলী বলেন, আমার ১৩ টা গরু চুরি হয়ে গেছে। বন্যা পরিস্থিতিতে চোরেরা আমার সব শেষ করে দিয়েছে। এই চোর সিন্ডিকেটকে চিহ্নিত করে গ্রেফতারের দাবী জানাই। আমার ঘরের সবকিছু চোর নিয়ে গেছে। বন্যার সুযোগে চোর চক্র এখন সক্রীয়। এদের চিন্নিত করে আইনের আওতায় আনার দাবী জানাই।
সচেতন মহলের মতে, এই মহামারী করোনা ও বন্যা পরিস্থিতিতে চোরের বেশ উপদ্রব দেখা দিয়েছে। এখন থানা পুলিশের টহল জোরদার করলেই চোরের উপদ্রব কমবে।
এ ব্যাপারে দক্ষিণ থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, চুরি ডাকাতি রোধে আমরা রাত্রিকালীন পুলিশের টহল বৃদ্ধি করেছি। বিট পুলিশিং গতিশীল করেছি। এছাড়া রাত ১ টার পর কাউকে বাইরে পেলে তাৎক্ষনিকভাবে আইনী ব্যবস্থা নেওয়া হবে।