দক্ষিণ সুনামগঞ্জের ডাবর পয়েন্টে মোটরসাইকেল ও ইজিবাইক (টমটম) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, জগন্নাথপুর উপজেলার হবিবপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত: হায়দার আলীর ছেলে সেবুল মিয়া(২১), একই উপজেলার হবিবপুর মাঝপাড়া গ্রামের কালাম মিয়ার ছেলে অলিদ আহমেদ (২৩) ও আরেক গুরুতর আহত টমটম ড্রাইভারের পরিচয় পাওয়া যায়নি। তাৎক্ষনিক স্থানীয়দের সহযোগিতায় আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার( ৫ সেপ্টেম্বর) রাত ৮ টায় ডাবর পয়েন্টে মোটরসাইকেল-ইজিবািকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক ও তার সাথে থাকা একজন এবং ইজিবাইক চালক আহত হয়েছেন। ইজিবাইক চালক ও মোটরসাইকেল আরোহী একজনের অবস্থা আশংকাজনক। তাদের অবস্থা ভালো না দেখে স্থানীয় সকলে মিলে লেগুনাযোগে তাদেরকে সিলেটে পাঠানো হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাজী মোক্তাদির হোসেন বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ইজিবাইক চালকের আঘাতটা গুরুতর ছিলো। সে কথা বলতে পারেনি। বাকীরাও আঘাত প্রাপ্ত। চিকিৎসার জন্য তাৎক্ষণিকই তাদের সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ কাজ করছেন।
Posted ১২:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad