কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : আশা পাগলা বাজার ব্রাঞ্চের উদ্যোগে সারা দেশের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জে করোনা ভাইরাসের কারণে কর্মহীন, অসহায়, হতদরিদ্র ২ শত টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চত্বরে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী। এ সময় উপস্থিত ছিলেন আশা সুনামগঞ্জ জেলার জাউয়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার কিতিশ চন্দ্র দাশ, পাগলা বাজার ব্রাঞ্চের সিনিয়ন ব্রাঞ্চ ম্যানেজার প্রদোশ চন্দ্র দেব, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার আলমগীর চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক, সদস্য মো: জামিউল ইসলাম তুরান, ইউএনও অফিসের নাজির আবু বক্কর সিদ্দিক, আশা পাগলা বাজার ব্রাঞ্চের লোন কর্মকর্তা সুহেল আহমদ।
নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাউল,২ কেজি ডাল,২ কেজি আলু,১ লিটার সয়াবিন, ১ কেজি লবন। মানুষের এই ক্রান্তিকালে আশার মানসম্মত খাদ্য সহায়তা প্রদান করায় বিতরণ পরবর্তী উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী সন্তোশ প্রকাশ করেন।