কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার অষ্টগ্রাম শিমুলবাক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র/ছাত্রীকে মরহুম আব্দুল গণি তালুকদারের স্মৃতিচারণে (স্মরণে) ছালাতুল হক (দুদু মিয়া) , মাষ্টার আমিরুল হক, যুক্তরাজ্য প্রবাসী নিজামুল হক (ভূট্রু), ইকবাল হোসেন, এনামুল হক পাভেলের অর্থায়নে ১১৭ জনের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
শনিবার বিকাল ৩টায় অষ্টগ্রাম শিমুলবাক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলতাবুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ও সহ সাধারণ সম্পাদক এনামুল হক পাভেল এর যৌথ পরিচালনায় স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র ফাযিল (মডেল) মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলীনুর তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন (অবঃ) অধ্যক্ষ ও অষ্টগ্রাম শিমুলবাক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সামছুল হুদা, জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক ও দঃ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক নুরুল ইসলাম, আকিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার আমিরুল হক, পাথারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুর আলম, ফারুক মিয়া।
স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছালাতুল হক (দুদু মিয়া), কাজী মাওলানা রফিকুল ইসলাম, সমাজসেবী মহিবুর রহমান মানিক, সহকারী শিক্ষক জোনাক আহমদ, মাষ্টার মহিবুর রহমান, আব্দুল বাকের সুমন, মুরুব্বী উকিল আলী, আবুল কালাম, আব্দুল কদ্দুস, আব্দুল খালিক, আব্দুল হান্নান প্রমুখ।
আলোচনা সভা শেষে স্কুলের কোমলমতি ছাত্র/ছাত্রীদের মাঝে অতিথি বৃন্দরা ড্রেস বিতরণ করেন।