আলম সাব্বির, তাহিরপুর(সুনামগঞ্জ) : তাহিরপুরে ইউএনওর নির্দেশে পোষাক কর্মী ৩ পরিবারকে বুধবার হতে ২ সপ্তাহের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পরিবারগুলো হচ্ছে লোহাচুড়া গ্রামের মৃত মজর আলীর ছেলে আলবাব মিয়া, আনোয়ারপুর গ্রামের রাকিব আলীর ছেলে ছুরত আলী ও একই গ্রামের জনৈক রতিন্দ্র দাসের স্ত্রী।
বালিজুড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. একরামুল হুদা এবং ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য বুলবুল মিয়া জানান, তারা ৩ পরিবার নারায়নগঞ্জের একটি গার্মেন্টসে পোষাক কর্মী হিসাবে কাজ করত। গত কয়েকদিন আগে তারা বাড়িতে আসে। বিষয়টি তারা তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে তাদের দু’সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য তাদের নির্দেশনা দেয়া হয় এবং তাদের বসতবাড়ির সামনে গ্রাম পুলিশ লাল নিশান টানিয়ে দেয়া।
বালিজুড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. একরামুল হুদা আরো জানান, তার ওয়ার্ডের লোহাচুরা গ্রামের আলবাব মিয়ার পরিবারকে আগামী এক সপ্তাহের খাবার (চাল, ডাল, তেল, আলুসহ প্রয়োজনীয় সামগ্রী) তিনি দিয়েছেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, নারায়নগঞ্জ ফেরৎ পোষাক কর্মীদের ১৪দিন হোমকোয়ারেন্টাইনে রাখতে এবং বসতবাড়ির সামনে লাল নিশান দিতে বালিজুড়ি ইউনিয়নের ইউপি সদস্যদের নির্দেশ দিয়া হয়েছে।
Posted ১০:৪০ অপরাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad