আলম সাব্বির, তাহিরপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের তাহিরপুরে দৈনিক সংবাদের তাহিরপুর প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদেও দ্রুত গ্রেফতারের দাবিতে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংবাদকর্মী ছাড়াও মুক্তিযোদ্ধা,রাজনৈতিক, শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা একাত্বতা পোষন করেন।
তাহিরপুর প্রেসক্লাবের সভাপতি (সমকাল প্রতিনিধি) আমিনুল ইসলামের সভাপতিত্বে সহ সভাপতি (যায়যায়দিন প্রতিনিধি) বা হাসান বাবলুর স ালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, তাহিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলম সাব্বির (দৈনিক ইত্তেফাক), যুগ্ন সাধারণ সম্পাদক এম.এ রাজ্জাক ( দৈনিক মানবজমিন),অর্থ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন শাহ (দৈনিক ভোরের কাগজ), সাংবাদিক আবির হাসান মানিক (দৈনিক দেশ), রাজু আহমদ রমজান ( সুরমা টুয়েন্টি ফোর ),সামসুল আলম আখঞ্জী টিটু (এবি নিউজ), তাহিরপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি সুধাংশু গাঙ্গলি রতন। এছাড়া এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জি, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, ইউপি সদস্যা সুষমা জাম্বিল, আলীনুর রেজা, সমাজ সেবক তোজাম্মিল হক প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্ধরা সাংবাদিক কামাল হোসেনকে গাছের সাথে বেঁধে নির্মমভাবে নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী ৪৮ ঘন্টার মধ্যে এ ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে কঠোরে শাস্তির দাবি জানান। অন্যতায় আগামীতে সাংবাদিক নেতারা আরো কঠোর কর্মসূচী দেয়ার ও হুশিয়ারী উচ্চারন করেন।
সাংবাদিক নেতারা আরো বলেন, মূল ধারার সংবাদকর্মীদের মুখ বন্ধ রাখতে পূর্ব পরিকল্পিতভাবে সাংবাদিক কামাল হোসেনকে গাছের সাথে বেধেঁ অমানসিক নির্যাতন করেছে, যা পাকিস্থানী হানাদার বাহিনীর বর্বরতাকে ও হার মানায়। প্রসঙ্গত,গত সোমবার দুপুরে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া এলাকায় নদীর তীর কেটে বালু-পাথর উত্তোলনের ছবি তোলতে গেলে সাংবাদিক কামাল হোসেন কে গাছের সাথে রশি দিয়ে বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হয়। খবর পেয়ে সাংবাদিক কামালের সহকর্মীদের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে। আহত অবস্থায় প্রথমে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা অবনতি হলে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা করা হয়। সাংবাদিক কামাল হোসেন উপজেলার কামড়াবন্ধ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সাংবাদিক কামাল হোসেনকে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হলে সেটি ভাইরাল হয়।
এ ঘটনায় তাহিরপুর থানা পুলিশ সোমবার রাতে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) বাবুল আখতার।
Posted ১০:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad