সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে তাহিরপুর উপজেলা প্রশাসন। এ সময় সরকারি বিধিনিষেধ না মানায় ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ১৭ টি মামলায় ২৩ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করা হয়। এবং করোনা প্রতিরোধে প্রতিটি ইউনিয়নে ও ওয়ার্ডে পৃথক কমিটি গঠন করা হয়।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনসাধারণকে বিধিনিষেধ মানাতে প্রশাসনের পাশাপাশি তাহিরপুরে মাঠে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক ওসামাজিক সংঘটনের নেতৃবৃন্দ।
শুক্রবার সকল থেকে বিকাল পর্যন্ত তাদের সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মোয়াজ্জেম হোসেন রতনের উপস্থিতিতে বিভিন্ন গ্রাম,হাটবাজারে মাস্ক বিতরন করে উপজেল প্রশাসন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাও ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবিরের নেতৃত্বে টাংগুয়ার হাওর, আনোয়ারপুরে ব্রীজে পৃথক ২টি মোবাইল কোর্টের মাধ্যমে ১৭টি মামলায় ১৭ জন পর্যটকবাহী নৌকার মালিক কে মোট ২৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির বলেন, করোনা মোকাবিলায় সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। তিনি উপজেলার সর্বস্তরের নাগরিকদের কে সরকারী নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন।
Posted ৭:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ জুলাই ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad