তাহিরপুর উপজেলায় বিলুপ্ত প্রায় প্রজাতীর লজ্জাবতী বানর আটকের পর বনবিভাগকে হস্থান্তর করেছেন সেই এলাকার এক কৃষক। খোজ নিয়ে জানা যায় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নাধীন লাউড়ের গড় সিমান্ত এলাকার দশঘর নামক গ্রামের বাবুল মিয়া গত ২৭ মে সন্ধায় নিজের ফসলি জমির পাশদিয়ে হেটে যাওয়ার সময় হঠাৎ আড়ালে লুকিয়ে থাকা বানরটি তাকে আক্রমন করলে কৃষক বাবুল মিয়া তাৎক্ষনিক তাকে ধরতে চাইলে দাড়ালো দাত দ্বারা তার হাতে কামড়ে দেয়। স্থানীয় পল্লী চিকিৎসক কৃষক বাবুল মিয়াকে ভ্যাকসিন দেওয়ার পর সোস্যাল মিডিয়ায় বানরটিকে নিয়ে পোষ্ট দেওয়ার পর শ্রীমঙ্গল ফরেস্ট রেঞ্জের বণ্যপ্রাণী সংরক্ষক সুহেল শ্যাম ও খোকন থৌনাজম এর সার্বিক সহযোগিতায় শ্রীমঙ্গল রেঞ্জের ফরেস্টার আনিসুজ্জামানের নেতৃত্বে একটি টিম তাহিরপুর দশঘর গ্রামে এসে বিলুপ্ত প্রায় প্রাণীটিকে উদ্বার করে নিয়ে যান।
ফরেস্টার আনিসুজ্জামান উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলেন,বন্যপ্রাণী সংরক্ষণও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী বন্যপ্রাণী দেশের সম্পদ এদের ধরা বা মারা পাচার কিংবা ক্রয়-বিক্রয় আইনত দন্ডনীয় অপরাধ।এরকম অপরাধের জন্য ২ বছরের কারাদন্ড অথবা ১লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ড প্রদানের বিধান রয়েছে।
Posted ৯:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ মে ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad