আলম সাব্বির, তাহিরপুর (সুনামগঞ্জ): তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী বারেক টিলা এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় চাঁনপুর বিওপির টহল দল কর্তৃক ২ লক্ষ ৮৫ হাজার টাকার ভারতীয় বিড়ি আটক করেন। জানা যায় দীর্ঘদিন যাবত সীমান্তে একটি চক্র চোরাচালানীর মাধ্যমে মাদক দ্রব্য সহ ভারতীয় নাসিরুদ্দিন বিড়ি বাংলাদেশে পাচার করে আসছিল ।
২৮ বিজিবি ব্যাটালিয়ান কর্তৃপক্ষ চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবি’র বিশেষ তৎপরতা অব্যাহত রাখা এবং এরই এর ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর ভোরে ১২০২/৯-এস সিমান্ত খুটির আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ১লক্ষ ৬৮পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার মূল্য ২লক্ষ ৮হাজার,৬’শ টাকা।
২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়ান অধিনায়ক লে,কর্ণেল মো: মাকসুদুল আলম বলেন, আটককৃত ভারতীয় নাসির বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ১১:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad