আলম সাব্বির, তাহিরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় নতুন করে আরো দু’জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। নতুন করোনা আক্রান্ত দু’জনই নারী।এবং আক্রান্ত মহিলারা ঢাকার একটি পোষাক কারখানায় কাজ করতেন বলে জানাযায়।তাদের উভয়ের বয়স ২৫ এর মধ্যে।ওই দু’জনকরোনা ভাইরাসে আক্রান্ত মহিলা উপজেলার বাদাঘাট ইউনিয়নের কালিপুরও ইসলামপুর গ্রমের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য সূত্রে জানা যায়, উপজেলায় ১৪ মে পর্যন্ত উপজেলা থেক ৮০ জনের নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠালে গত ৫ মে ৬ জনের করোনা ভাইরাসের ফলাফল পজিটিভ আসে। সর্বশেষ ১৩ মে আরও দু’জনের ফলাফল পজেটিভ আসে।এনিয়ে তাহিরপুর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮জন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন করে আক্রান্তদের সকলকে লক ডাউনে রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
Posted ১০:১৩ অপরাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad