আলম সাব্বির, তাহিরপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবাসহ ৩যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার(১১ জানুয়ারি) উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের কামড়াবন্দ গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক হওয়া তিন যুবক হলেন তাহিরপুর সদর ইউনিয়নের ধুতমা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে জনি মিয়া(২৬) অপর দুজন হলেন বাদাঘাট উত্তর ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের বিল্লাল মিয়ার ছেলে বাদল মিয়া(২৭) ও ইব্রাহিম খলিল (২৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকালে গোপন এক সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে ও এএসআই রাজু বিশ্বাসের সহযোগিতায় কামড়াবন্দ গ্রাম থেকে তাদের তিনজনকে ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এ এস আই রাজু বিশ্বাস জানান, ইয়াবাসহ আটক হওয়া তিন যুবকের বিরুদ্বে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ১:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad