সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় উচ্চাদালত ও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয়পাথর শ্রমিকরা নিজেরা কোয়ারী করে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের পর পাথর ব্যবসায়ীদের কাছে বিক্রি করার পর নদীর পাড়ে জমানো ৪০ হাজার ঘনফুট বালি ও ৫৫ হাজার ঘনফুট পাথর টাস্কফোর্সের অভিযানে
জব্দ করে শনিবার সন্ধায় উন্মুক্ত নিলামে মাধ্যমে প্রায় ৮৫ লক্ষ টাকায় বিক্রি করেছে প্রশাসন।
১ লা মে শনিবার দুপুর থেকে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে যাদুকাটা নদীতে ঘাগটিয়া পাকা রাস্থার মাথা ও সরকারি পুকুর পাড় এলাকায় ৪০ হাজার ঘনফুট বালি ও ৫৫ হাজার ঘনফুট পাথর জব্দ করে সন্ধ্যা ৬ উন্মুক্ত নিলাম ডাকার মধ্য দিয়ে কার্যক্রম সম্পন্ন হয়।
উন্মুক্ত নিলামে ডাকে স্থানীয় ১৫/২০ জন ব্যবসায়ীদের অংশ গ্রহণে ঘাগটিয়া গ্রামের ব্যবসায়ী ডালিম হোসেন সরকারি ভ্যাট ও ট্যাক্স সহ ৫৫ হাজার ঘনফুট পাথর ৭৫ লক্ষ ২৬ হাজার ৭শ ৫০ টাকায় এবং পৈলনপুর গ্রামের ব্যবসায়ী ইকবাল হোসেন ৪০ হাজার ঘনফুট বালু ১০ লক্ষ ১২ হাজার টাকায় নিলামে ক্রয় করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এ প্রতিবেদককে জানান, জাদুকাটা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উত্তোলন করা বালি-পাথর আজ টাস্কফোর্স অভিযান চালিয়ে জব্দ করে, উন্মুক্ত নিলামের মাধ্যমে জব্দকৃত বালু-পাথর প্রায় ৮৫ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।
টাস্কফোর্সের এ অভিযানে সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তর অফিসের পরিদর্শক মাঈদুল ইসলাম, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার, লাউড়েরগড় বিওপি’র হাবিলদার মোহাম্মদ আব্দুর রহিম এবং গণ মাধ্যম কর্মী সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
Posted ১০:১২ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ মে ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad