ছবি- সিলেটের জনপদ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বানিয়াচং থেকে প্রকাশিত সৃজনশীল সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’ পাঠক ফোরামের ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধা ৭টায় বানিয়াচং গণগ্রন্থাগারে তরঙ্গ পাঠক ফোরামের সভাপতি মাস্টার সুরুজ মিয়ার সভাপতিত্বে ও পত্রিকার সম্পাদক ও প্রকাশক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালনায় পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক ও গবেষক অব: উপাধ্যক্ষ মুফতি আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এস এম খোকন, ঢাকা জজ কোর্টের আইনজীবী শেখ শুয়াইব আহমদ, মাস্টার জাহেদ আহমদ, বানিয়াচং যুব উন্নয়ন অফিসে কর্মরত মহি উদ্দিন আগা খান, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট লেখক মাওলানা শায়খ সিরাজুল ইসলাম ও তরঙ্গ পত্রিকার উপদেষ্টা সম্পাদক মখলিছ মিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তরঙ্গ পত্রিকা পাঠক ফোরামের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শেখ আজিজুর রহমান, যাত্রাপাশা দারুল আরকাম মাদরাসার হেড ইনচার্জ মাওলানা মোশাহিদ আহমদ, কবি এম আর ঠাকুর । এ সময় আরো উপস্থিত ছিলেন, আদম আলী স্মৃতি ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোহাম্মদ আলী, প্রাণী চিকিৎসক দ্বীপক দেব, কবি খায়রুল আলম রাজু, মো. নাহিদ প্রমুখ।
Posted ১১:৪৭ অপরাহ্ণ | শনিবার, ১৭ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad