লাখাই প্রতিনিধিঃ নিজের সামর্থ অনুযায়ী ৩০ টি পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করলেন লাখাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সিলেটের জনপদ এর লাখাই উপজেলা প্রতিনিধি সুমন আহমেদ বিজয়।
শনিবার লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের পশ্চিম বুল্লা গ্রামের হতদরিদ্র ও কর্মহীন ৩০ টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সুমন আহমেদ বিজয় বলেন আমার সাংবাদিকতা পেশা নয়, সাংবাদিকতা আমার নেশা। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে আমার এই কলম সবসময় অবিচল থাকবে।
আমার অনেক দিনের লালিত স্বপ্ন হচ্ছে গরীব অসহায় মানুষদের মুখে হাসি ফোটাবার, এরই ধারাবাহিকতায় আমার ব্যাক্তিগত পক্ষ থেকে ৩০ টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করতে পেরে নিজের কাছে অনেক ভাল লাগছে এবং ভবিষ্যতে গরীব ও অসহায় মানুষদের পাশে থেকে কাজ করার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করি।