আল মামুন, জকিগঞ্জ প্রতিনিধি: বৈশ্বিক মহামারী করোনার প্রতিশেধক টিকা নেয়ার জন্য জকিগঞ্জ উপজেলায় গত ৩ দিনে প্রায় ৫ আবেদন পড়েছে। এ সময়ে টিকা নিয়েছেন ১৬৯জন। দেশব্যাপী টিকা গ্রহণের প্রথম দিন জকিগঞ্জে রবিবার ৩৫জন, সোমবার ৭৯ জন এবং আজ মঙ্গলবার ৫৫ জন এ টিকা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী জানান, প্রথম পর্যায়ে প্রায় ১৩ হাজার টিকা এসেছে জকিগঞ্জে। প্রতিজন দুই ডোজ করে ৬ হাজার ৪শ জন এ টিকা পাবেন জকিগঞ্জে। প্রথম ডোজ গ্রহণের ২৮ দিন পরে ২য় ডোজ প্রদান করা হবে।
টিকা পেতে আগে অনলাইনেwww.surokkha.gov.bd এই ওয়েব সাইটে ঢুকে নিবন্ধন করতে হবে। নিজে নিবন্ধন করতে না পারলে যে কোনো কম্পিউটার দোকান থেকে এনআইডি নম্বর দিয়ে আবেদন করা যাবে। সরাসরি হাসপাতালে গিয়েও নিবন্ধন করে টিকা দেয়া যাবে। ৪০ বছরের উর্ধ্বে যে কেউ বড় রকমের অসুস্থ না হলে টিকা নিতে পারবেন। জকিগঞ্জ হাসপাতালে একদিনে সর্বোচ্চ ৩শ জনে টিকা নিতে পারবেন।
Posted ৯:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad