রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

জকিগঞ্জের শীতার্ত মানুষের পাশে জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্ক

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০     466 ভিউ
জকিগঞ্জের শীতার্ত মানুষের পাশে জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্ক

আল মামুন, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : জকিগঞ্জের রারাই গ্রামের আব্দুল হক, আসমা বেগম, বরই মিয়া, জুলেকা বেগম, ইসলাম উদ্দিন, হেলাল আহমদ প্রমুখ বৃহস্পতিবার একটি করে কম্বল পেয়েছেন। প্রচন্ড শীতে একটি শীতবস্ত্র তাদের কাছে এক মূল্যবান প্রাপ্তি। দারুন খুশি তারা। এভাবে শুধু রারাই নয় পুরো জকিগঞ্জ উপজেলার সব ইউনিয়ন ও জকিগঞ্জ পৌরসভার এক হাজার শীতার্ত মানুষের হাতে গরম কাপড় পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্ক।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী আব্দুল মালিক তাপাদার কালন মিয়া। জকিগঞ্জ বার্তার সম্পাদক এনামুল হক মুন্না ও জকিগঞ্জ টিভির এমডি আব্দুল মুকিতের পরিচালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্ক এর প্রচার সম্পাদক ইব্রাহিম আলী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর মেয়র মো.খলিল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত থানা কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের, বীরশ্রী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ছালাম চৌধূরী পানু, জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক সিরাজুল শীরু।

উপস্থিত ছিলেন সাংবাদিক আল মামুন, শ্রীকান্ত পাল, আল হাসিব তাপাদার, আহমদ আল মঞ্জুর, আহমদ হোসাইন আইমান, রেদওয়ান মাহমুদ চৌধুরী, জুয়েল মাহমুদ, জাকির হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) বেলাল আহমদ, ঠিকাদার বাহারুল ইসলাম, ঠিকাদার জিল্লুর রহমান, সমাজসেবী ফজুলুর রহমান, আব্দুল জালাল, মাহতাব উদ্দিন, আব্দুল হালিম, গিয়াস উদ্দিন, কবির আহমদ, হেলাল আহমদ প্রমুখ।

বক্তারা প্রবাসীদের মহতি উদ্যোগের প্রশংসা করে বলেন, বিদেশের মাটিতে থেকেও প্রবাসীরা সব সময় দেশের কথা চিন্তা করেন। সুখে দু:খে মানুষের পাশে থাকেন। আজ জকিগঞ্জ পৌরসভা, জকিগঞ্জ ইউনিয়ন ও খলাছড়া ইউনিয়নের তিনশ শীতার্তকে কম্বল দেয়া হয়েছে। আগামীকাল শুক্রবার বীরশ্রী, বারহাল ও কাজলসার, ২৫ জানুয়ারি মানিকপুর, কসকনকপুর ২৭ জানুয়ারি বারঠাকুরি, সুলতানপুর ইউনিয়নে কম্বল বিতরণ করা হবে। এ উপলক্ষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফজলুর রহমান চৌধুরী।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com