শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

প্রতীক পেয়েই জকিগঞ্জে ৫০ প্রার্থী মাঠে : সরগরম পৌর এলাকা

মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১     245 ভিউ
প্রতীক পেয়েই জকিগঞ্জে ৫০ প্রার্থী মাঠে : সরগরম পৌর এলাকা

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিদ্বদ্বী প্রার্থীদের আজ প্রতীক বরাদ্ধ হয়েছে। সিলেট জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার ফয়সল কাদেরের কার্যালয়ে প্রতীক বরাদ্ধ দেয়া হয়।
মেয়র ও কাউন্সিলর পদে এবার ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক পেয়েই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নেতাকর্মী, সমর্থক ও শুভার্থী নিয়ে যে যার মতো করে নির্বাচনী মাঠে নেমে পড়েন। প্রার্থীদের মাইকিং শুরু হয় শহরে। উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান সাকিব জানান, এ নির্বাচনে মেয়র পদে ৮ জন, কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী লড়াই করছেন।

মেয়র পদের প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন (নৌকা), বিএনপির দলীয় প্রার্থী সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ (ধানের শীষ), উপজেলা যুবলীগের পদত্যাগকারী আহবায়ক বিদ্রোহী প্রার্থী, সাবেক কাউন্সিলর আব্দুল আহাদ (নারিকেল গাছ), জাতীয় পার্টির প্রার্থী, সাবেক মেয়র আব্দুল মালেক ফারুক (লাঙ্গল), আল ইসলাহ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী কাজী হিফজুর রহমান (মোবাইল ফোন), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ (জগ), উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির বিদ্রোহী প্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা (চামচ), স্বতন্ত্র প্রার্থী সোনারবাংলা সমিতির সভাপতি জাফরুল ইসলাম (হেঙ্গার)।

কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে আব্দুল জলিল ( পাঞ্জাবি ), মুনিম আহমদ (পানির বোতল) ও আবুল কালাম ( উটপাখি )। ২নং ওয়ার্ডে মাসুদ আহমদ (ডালিম ), রুহুল আমিন রিপন ( টেবিল লেম্প), আব্দুশ শহীদ (পাঞ্জাবী), মস্তুফা আহমদ ( পানির বোতল), আব্দুস সালাম (উটপাখি ), শংকু কান্তি শর্মা ( ফাইল কেবিনেট )। ৩নং ওয়ার্ডে রিপন আহমদ (পানির বোতল), আবুল কালাম আজাদ (উঠ পাখি)। ৪নং ওয়ার্ডে শাহাব উদ্দিন শাকিল ( পাঞ্জাবি ), মহিবুর রহমান ( পানির বোতল) মো. মাহবুবুর রহমান ( উটপাখি )। ৫নং ওয়ার্ডে মো: কামরুজ্জামান কমরু (উট পাখি), মো: ছমির উদ্দিন (পাঞ্জাবী)। ৬নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন নজরুল ( ডালিম ), মোস্তাক আহমদ(ব্লেক বোর্ড) শিব্বির আহমদ (উটপাখি ), আলমগীর হোসেন ( পাঞ্জাবি ), আখতারুজ্জামান (টেবিল ল্যাম্প) লবিবুর রহমান (পানির বোতল )। ৭নং ওয়ার্ডে ফয়ছল আহমদ মাখন ( ব্লেক বোর্ড), আছদ্দর আলী (পাঞ্জাবি ), নাজু আহমদ (উটপাখি ), হেলাল আহমদ ( টেবিল ল্যাম্প), সাইদুল ইসলাম (পানির বোতল)। ৮নং ওয়ার্ডে শামিম আহমদ (পাঞ্জাবি ), হেলাল উদ্দিন ( উটপাখি ), এহসান আহমদ (পানির বোতল)। ৯নং ওয়ার্ডে আতাউর রহমান আতাই (উটপাখি ), আমাল আহমদ (পানির বোতল), হোসেন আহমদ ( পাঞ্জাবি )।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২, ৩ নং ওয়ার্ডে সুনন্দা শুক্ল (অটোরিকশা ), জোসনা খানম (আনারস ), তাছনিমা আক্তার জোসনা (পদ্মফুল )। ৪, ৫, ৬ নং ওয়ার্ডে মনারা বেগম (অটোরিকশা ), জাহানারা বেগম (আনারস), রোসনা আক্তার (চশমা ), দিলওয়ারা বেগম (পদ্মফুল )। ৭, ৮, ৯ নং ওয়ার্ডে ছালমা বেগম ( আনারস ) ও রীনা আক্তার (চশমা)।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শাদমান সাকিব বলেন, প্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি সবাইকে আচরণ বিধি মেনে নির্বাচনী প্রচার-প্রচারণাসহ যাবতীয় কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। ৩০ জানুয়ারির নির্বাচনে মোট ভোটার ১২৩৩৮ জন।

 

Facebook Comments Box
advertisement

Posted ২:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com