আল মামুন, জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের নওয়াগ্রামে সুরমা ডাইকের উপর দিয়ে পানি প্রবেশ করে ইউনিয়নের চক, কোনাগ্রাম ও নওয়াগ্রামের বেশ কয়েকটি বাড়িতে পানি ডুকে পড়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ গতকাল বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে জানান, এ ইউনিয়নের চক ও নওয়াগ্রামের ৭-৮ টি পরিবারের আঙিনায় পানি উঠেছে।
৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সোবহান জানান তার এলাকার কোনাগ্রামের প্রায় ১০ টি পরিবারে বন্যার পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে এবং বর্তমানে তারা এক মানবেতর জীবনযাপন করছেন। জরুরী ভিত্তিতে ত্রাণ সামগ্রী প্রদানের জন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, জকিগঞ্জ থানার ওসি ও বারহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুমন আহমদ চৌধুরীও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন।
Posted ৮:১২ অপরাহ্ণ | সোমবার, ১৩ জুলাই ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad