আল মামুন, জকিগঞ্জ প্রতিনিধি : সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,গত ১৪ ই নভেম্বর ২০১৯ খ্রিঃ তারিখে পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে সিলেট জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির একটি সভা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত সভা নির্দেশনা মোতাবেক আগামী ২৩ শে ডিসেম্বর ২০১৯ খ্রিঃ তারিখে সারাদেশের ৬৪ জেলায় একযোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে। এমতাবস্থায় সিলেট জেলার জকিগঞ্জ উপজেলাধীন চারিগ্রাম মৌজাস্থ আটগ্রাম বাজারে সুরমা নদীর বাম তীর সংলগ্ন নদীগর্ভের সকল অবৈধ স্থাপনা জরুরী ভিত্তিতে আগামী ০৭ (সাত) দিনের মধ্যে সংশ্লিষ্ট অবৈধ দখলদারদের নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য নির্দেশ প্রদান করা যাচ্ছে।
অন্যথায়, অবৈধ দখলদাররা নদীগর্ভ হতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ব্যর্থ হলে আগামী ২৩শে ডিসেম্বর ২০১৯ খ্রিঃ তারিখ রোজ সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সারাদেশের ৬৪ জেলায় একযোগে অবৈধ উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে উক্ত আটগ্রাম বাজারের নদীগর্ভের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।
বিশেষভাবে উল্লেখ্য যে, ২৩ শে ডিসেম্বর ২০১৯ খ্রিঃ তারিখ হতে সমগ্র সিলেট জেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। সিলেট জেলার নদী/খাল ও জলাশয়ের তীরবর্তী সকল অবৈধ স্থাপনা দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করা যাচ্ছে। বিজ্ঞপ্তি।
Posted ২:১৪ অপরাহ্ণ | বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad