ছবি- সিলেটের জনপদ
ছাতকের জাউয়া বাজারে ওরিয়ন গ্যাস লিমিটেডের পক্ষ থেকে গরীব, অসহায় ও বন্যার্ত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে জাউয়া বাজার ছাইমা এন্টারপ্রাইজের সার্বিক ব্যবস্থাপনায় এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়। আমিরুল ইসলাম লেচু মিয়ার সভাপতিত্বে ও হোসাইন আহমদের পরিচালনায় ত্রান সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ওরিয়ন গ্যাস লিমিটেডের রিজিউনাল ম্যানেজার সরোয়ার জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওরিয়ন গ্যাস লিমিটেডের সিলেটের পরিবেশক মাহবুবুর রহমান, ছাইমা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী ও ওরিয়ন গ্যাস লিমিটেডের পরিবেশক নজরুল ইসলাম, জাউয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রেজা মিয়া তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী এমদাদ মিয়া তালুকদার, জাউয়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আছাদুর রহমান, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক নূর মিয়া, কোষাধ্যক্ষ উজ্জল মিয়া, ব্যবসায়ী আবিদুর রহমান আবিদ, ব্যবসায়ী ফজরুল ইসলাম, ব্যবসায়ী জিয়াউর রহমান, সুয়েব আহমদ, হুমায়ূন কবির, মুহিবুর রহমান শাহিন, শামসুল ইসলাম সাজু, শাহ আলম। অনুষ্ঠানে ১ শ’ পরিবারের মধ্যে ত্রান সামগ্রী হিসেবে চাল, ডাল, তেলসহ ১৫ কেজি খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়।
Posted ১১:৫১ অপরাহ্ণ | সোমবার, ০৫ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad